মতলব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগে কালিকাপুর গ্রামের নূরুল ইসলাম (৪৫)কে আটক করেছে পুলিশ। ঐ গ্রামের মোখলেছুর রহমানের দায়েরকৃত মামলার প্রধান আসামী নূরুল ইসলাম। রোববার দুপুরে মতলব দক্ষিণ থানা পুলিশ ঐ আসামীকে আটক করে সোমবার চাঁদপুর আদালতে প্রেরণ করে।
অভিযোগে জানা যায়, ১৯৮নং উত্তর গোবিন্দপুর মৌজার সিএস-৮৩ নং এবং এসএস ৯১নং খতিয়ানভুক্ত বিএস জরিপ ৫০৩নং খতিয়ানভুক্ত সাবেক ৪৫২ দাগে হালে ১১১৫ দাগের অন্দরে ৭ শতাংশ নাল হালে ভিটা ভূমি নিয়ে কালিকাপুর গ্রামের মৃত ফজু মিয়ার ছেলে নূরুল ইসলাম গংয়ের সাথে বিরোধ চলছিলো মোখলেছুর রহমান গংয়ের সাথে। উক্ত সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তির জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস হয়। ঐ সালিসে উভয়ের সম্মতিক্রমে বিরোধ নিষ্পত্তি হয় এবং নূরুল ইসলামকে জমির উপর থাকা কয়েকটি গাছ বাবদ ১৫ হাজার টাকা দেয়া হয়। সকল কিছু সমাধানের পর নূরুল ইসলাম পরবর্তীতে অস্বীকার করে ঐ সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। পরে মোখলেছুর রহমান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নূরুল ইসলামকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।