
চাঁদপুর: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে চাঁদপুর জেলায় ভ্রাম্যমাণ আদালতে ২৫ মামলায় ৭হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউএনও, সহকারী কমিশনার ভূমি ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হয়।
করোনাভাইরাস প্রতিরোধে ও লকডাউন বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/