মিজানুর রহমান রানা,
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এক সংপ্তি সফরে শুক্রবার চাঁদপুর আসেন। ওইদিন বিকেলে তিনি তাঁর মিশন রোডস্থ বাসায় পর্যায়ক্রমে বাগাদী ও তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তার ধারাবাহিকতা রা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প কিছু নেই। দেশ সামনে এগিয়ে চলছে। এ অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর এ জন্য প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করা। দলকে শক্তিশালী করে দলীয় কর্মকাণ্ড আরো গতিশীল করতে হবে। ডাঃ দীপু মনি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, দলের স্বার্থে সকল বিভেদ ভুলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার মানুষের ঘরে ঘরে গিয়ে করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান মিয়াজী, আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সদস্য অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান প্রমুখ। এছাড়াও ওই দুই ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।