কামরুল হাসান,॥
ঢাকা চট্টগাম মহা সড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে প্রাইভেটকারে ডাকাতি কালে পুলিশ ও ডাকাতের গোলাগুলিতে অজ্ঞাত এক ডাকাত সদস্য নিহত ও ১ জন আহত হয়। পুলিশ জানায়, উপজেলার হাসানপুর নামক স্থানে রবিবার গভীর রাতে সাতক্ষীরা থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি যাত্রীবাহী প্রাইভেটকার (চট্ট মেট্রো-খ-১১-২০৩৪) ডাকাতরা লোহার রড দিয়ে ঢিল ছুড়ঁলে প্রাইভেটকার চালক তাজুল ইসলাম গাড়ী থামিয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে ডাকাতদল ড্রাইভারকে লক্ষ করে গুলি ছুড়লে চালকের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় দাউদকান্দি মডেল থানা পুলিশ টহলরত অবস্থায় গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌছলে পুলিশকে লক্ষ করে ডাকাতদল গুলি ছুড়ঁলে পুলিশ পাল্টা ৯ রাউন্ড গুলি চালায়, এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে অজ্ঞাত ১ ডাকাত এর বুকে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় স্থানীয় গৌরীপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। গোলাগুলির এক পর্যায়ে বাকী ডাকাতরা পালিয়ে যায়। প্রাইভেটকার আরোহী মাছ হ্যাচারীর মালিক কক্সবাজার জেলার দক্ষিন রাখাইনপাড়া গ্রামের উছাচিং চৌকলদন্ডির পুত্র ক্যাবা রাখাইন অক্ষত অবস্থায় থাকলেও প্রাইভেটকারের ড্রাইভার তাজুল বড়–য়া (২৫) কে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।