কামরুল হাসান,
দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ৭০টি মোবাইল সেটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ আসাদুজ্জামান জানান, গত ১৪ মার্চ গৌরীপুর বাজারের নিউ মার্কেটের সরকার টেলিকম দোকানের তালা ভেঙ্গে ১৫০ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এ ব্যাপারে দোকান মালিক সবুর আহমেদ সরকার বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ফাঁড়ি পুলিশ উপজেলার চর রায়পুর গ্রামের আঃ রব এর পুত্র মহসিন (বর্তমান হাটচান্দিনা গ্রামের ভাড়াটিয়া) এবং চান্দেরচর গ্রামের শাহ আলমের পুত্র মাসুদের ঘরে তল্লাশী চালিয়ে ৭০টি মোবাইল সেটসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা জানান, এ ঘটনার সাথে চান্দেরচর গ্রামের আঃ হাসেমের পুত্র শরীফ মিয়াও জড়িত রয়েছেন। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ২ জনকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বাকী মালামাল উদ্ধার এবং শরীফকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।