প্রতিনিধি
গতকাল ২২ জুন রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ দাসদী অভয় বাবুর দিঘির পাড় এলাকাবাসী তথা পল্লী বিদ্যুতের গ্রাহকগণ ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এবং বিসিক লাইনের সাথে একত্রিত করার দাবিতে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে।
সরজমিনে গিয়ে জানা যায় যে, গতকাল রাতে ঐ এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যান ফেরদৌস আলম ও জসিম উদ্দিন মোটর সাইকেল নিয়ে লাইন চেক করতে গিয়ে দাসদী এলাকার অভয় বাবুর দিঘির পাড় দিয়ে আসতে নিলে হঠাৎ করে এলাকার মানুষজন একত্রিত হয়ে তাদেরকে মারধর করে মোটর সাইকেল ভাংচুর করে তাদের আটকে রাখে। এ সময় দেখা যায়, উত্তেজিত জনতা ও মহিলারা ঝাড়ুসহ রাস্তায় নেমে আসে এবং তাদেরকে বলতে শোনা যায়, ভয়াবহ লোডশেডিং বন্ধ করতে হবে। একই সময় তারা এলাকাটি বিসিক ফিডারের সাথে অন্তর্ভুক্ত করার দাবি জানায়। রাত প্রায় সাড়ে ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হন পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান ফারুক, প্রশাসনিক কর্মকর্তা একে আজাদ, বাবুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন খান, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বভু গাজী। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাদের দাবির কথা উপস্থিত কর্মকর্তাদের জানালে তাৎক্ষণিক তারা ১৫ দিনের মধ্যে এলাকাবাসীর দাবির সমাধান হবে এই আশ্বাস দেয়ার পর এবং ব্যবসায়ী আনোয়ার হোসেন খানের জিম্মায় অবরুদ্ধ ২ লাইনম্যানকে ও মোটর সাইকেল উদ্ধার করে নিয়ে আসে।