সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধ্যর্বপুর দক্ষিণ ইউনিয়নের এলজিএসপি, টিআর ও সাব রেজিষ্ট্রি বিভাগ থেকে প্রাপ্ত ১% টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল ঐ সব অর্থ আত্মসাৎ করেছেন বলে ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য ও মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করেছেন চেয়ারম্যান কর্তৃক টাকা আত্মসাতের অভিযোগে জনগনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিক্ষোব্দ জনতা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা ভিক্ষোব প্রদর্শন করেন। উপজেলার ১০ নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের এলজিএসপি, টিআর ও সাব রেজিষ্ট্রি বিভাগে ১% খবার-খবর। প্রাপ্ত তথ্য সূত্রে হাজীগঞ্জ১০ নং গন্ধ্যর্বপুর ইউনিয়নে ২০১১-১২ অর্থবছরে এডিবির ৪ লক্ষটাকা এলজিএসপির ৮ লক্ষ ৬২ হাজার ২৬৭ টাকা টিআর ও সাব-রেজিষ্ট্রি অফিসের রাজস্ব থেকে প্রায় ৭ লক্ষাধিক টাকা বরাদ্ধ হয়। এলজিএসপির ১২টি প্রকল্পের মধ্যে সব কয়টিতে চরম অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। প্রকল্প ১ উত্তর পাঁচই বিল্লালের চায়ের দোকান হতে পাঠান বাড়ি পর্যন্ত্ম মাটি ভরাট কাজে ৫৫ হাজার টাকা বরাদ্ধ হয়। প্রকল্প সভাপতি ইউপি সদস্য নূর মোহাম্মদ ও কমিটির সদস্য আবুল কালাম বাদশা জানান, ঐ প্রকল্পের মাত্র ২৮ হাজার টাকার কাজ হয়েছে অনিয়মের কারণে সদস্য আবুল কালাম বাদশা প্রকল্পে সমাপনি প্রতিবেদনে এখনো স্বাক্ষর করেনি। প্রকল্প ২ উঃ পাঁচই মুন্সী বাড়ীর উত্তর পার্শ্বে খালের উপর কার্লভাট নির্মানে ৭০ হাজার টাকা বরাদ্ধ হয়। এই প্রকল্পে ৩৫ হাজার টাকা চেয়ারম্যান উপজেলায় অফিস খরচ বাবদ কেটে রেখে দেয়। প্রকল্প ৩ হোটনি দেশগাঁও ডিগ্রি কলেজ রোডে খালের উপর কাঠের ব্রীজ নির্মাণে ৭০ হাজার টাকা বরাদ্ধ হয় প্রকল্প সদস্য সভাপতি ইউপি সদস্য আলাউদ্দিন ও প্রকল্প সদস্য হারন্নন সর্দার জানান, কাঠের ব্রীজে ৫২ হাজার ৭৩০ টাকার কাজ হয়েছে। প্রকল্প ৪ কাশেমপুর পাটওয়ারী বাড়ী থেকে সর্দার বাড়ী পর্যন্ত্ম রাস্ত্মার মাটি কাটার জন্য ৩৫ হাজার টাকা বরাদ্ধ হয় প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, ইউপি চেয়ারম্যান সাহেব এই প্রকল্পে তাকে কাজ বাবদ ৩১ হাজার টাকা প্রদান করেছে। প্রকল্প ৫ কাশেমপুর সর্দার বাড়ী থেকে দাতের বাড়ী মাটি কাটার জন্য ৫০ হাজার টাকা বরাদ্ধ আসে প্রকল্প সভাপতি বিউটি বেগম ও প্রকল্প সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র দেবনাথ জানান চেয়ারম্যান এই প্রকল্পের ২০ হাজার টাকার কাজ করেছেন। প্রকল্প ৬ দেশগাঁ ব্রীজের ছাদ নির্মান কাজে ৯৫ হাজার টাকা বরাদ্ধ আসে। চেয়ারম্যান এই কাজে প্রকল্প কমিটির মাধ্যমে ৫৫ হাজার টাকার কাজ করেছে। প্রকল্প ৭ কাশেমপুর বাজারের ব্রীজের ছাদ নির্মানের ৭০ হাজার টাকা বরাদ্ধ হয়। প্রকল্প সভাপতি ইউপি সদস্য মরিয়ম বেগম ও প্রকল্প সদস্য হোসেন মিজি জানান, চেয়ারম্যানের কাছ থেকে ঐ প্রকল্পের ৭০ টাকার কাজ হয়েছে। প্রকল্প ৮ হোটনি দেশগাঁও ডিগ্রি কলেজ রোডে খালের উপর কালর্ভাটে ৪৫ হাজার টাকা বরাদ্ধ হয় এই প্রকল্পে মোটামোটি পুরো টাকার কাজ হয়েছে। প্রকল্প ৯ দক্ষিণ দেশগাঁও শাহ্উদ্দিনের খালের মুখে কোদালিয়া খালের ড্রেন নির্মাণ বাবত ৫০ হাজার টাকা বরাদ্ধ হয় এই প্রকল্পে মোটামোটি কাজের মান সন্ত্মোষ জনক হয়েছে। প্রকল্প ১০ ডাটরা শিবপুর চৌকিদার বাড়ীর সামনে রাস্ত্মার পাশে টয়লেট নির্মাণ বাবত ৫০ হাজার টাকা বরাদ্ধ হয়। প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য মাওলানা সাবের আহম্মদ ও প্রকল্প সদস্য আব্দুল হক জানান এই প্রকল্পে ২০ হাজার টাকা কাজ হয়েছে। প্রকল্প ১১ বটতলা বাজার রাস্ত্মা সংস্কার কাজে ৭৫ হাজার টাকা বরাদ্ধ হয় গত ২৬ সেপ্টেম্বর সংস্কার কাজে ৩ ট্রাক্টর বালি ও ২ ট্রাকটর ইট সড়কের উপর পড়ে থাকতে দেখা গেছে। প্রকল্প ১২ ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে ১ লক্ষ ৮২ হাজার ২৬৭ টাকার বিভিন্ন মালামাল ক্রয় বাবদ দেখানো হয়েছে এই ছাড়াও ইউনিয়ন পরিষদ গৃহ নির্মাণের জন্য টিআর প্রকল্প থেকে ৩ টন ও স্থানীয় মজিবুর রহমান মহন চৌধুরী কাজ থেকে ৫০ হাজার টাকা অনুদান সহ স্থানীয় আরো অন্যান্য দের কাছ থেকে সহযোগীতা নিয়ে ২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে ইউনিয়ন পরিষদটি নির্মান করা হয়েছে সাব-রেজিষ্ট্রি বিভাগ থেকে ১% বাবদ প্রাপ্ত ৭ লক্ষাধিক টাকা কোথায় কোন কাজে ব্যায় হয়েছে তার কোন হদিস নেই। ২০১১-১২ অর্থ বছরে প্রথম টিআর থেকে দেশগাঁও জিয়ার বাড়ীর উত্তর পাশে রাস্ত্মা সংস্কার কাজে ২ টন চাউল বরাদ্ধ হয়। ঐ বরাদ্ধ থেকে সংস্কাকাজে মাত্র ২ গাড়ী বালি সংস্কার কাজে ব্যবহর করা হয়েছে বলে এলাকার বাসী দাবি করেছে। অনুসন্ধানে দেখা গেছে, ২০১১-১২ অর্থ বছরে সর্বশেষ টিআর প্রকল্প হতে দেশগাঁও দারুসসুন্নহ্ ইসরামীয়া দাখিল মাদ্রাসার দেড় মেট্রিক টন চাউল বরাদ্ধ হয়। মাদ্রসার ভারপ্রাপ্ত সুপার আনম খলিলুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু জানন, চলতি মাসের ৫ সেপ্টেম্বর মাদ্রাসার ম্যঅনেজিং কমিটির সভায় প্রকল্প চাউল বিক্রি করে টাকা দেবেন। চেয়ারম্যান ১৪ হাজার টাকা নিতে খবর দিলে টাকার পরিমাণ কম হওয়ায় তিনি টাকা গ্রহণ করিনি। বর্তমান আধ্য পবিত্র হজ্ব পালনের জন্য মক্কায় আছেন। চেয়ারম্যান কর্তৃক মাদ্রাসার টিআর প্রকল্পের টাকা আত্মসাতের প্রতিবাদে গত ২৬ সেপ্টেম্বর মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন করেন।
শিরোনাম:
সোমবার , ১ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।