চাঁদপুর নিউজ রিপোর্টার
নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে এবং দলীয় নেতা-কর্মীদের হত্যা নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এ এইচ আহম্মদ উল্লা মিয়া, সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন মোকতার, সদর উপজেলা ১৮ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফুল্লা , জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক ও সদর থানা জামায়াতের সেক্রেটারী শাজাহান মিয়ার যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শহর ছাত্র শিবির সভাপতি মোসত্দফা কাউছার, শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোহাম্মদ জিলস্নু, জাফর আহম্মেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, সদর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক একেএম শরীফুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান গঠনতন্ত্র জনগণের জন্য নয়, এটা আওয়ামী লীগের জন্যই প্রযোজ্য। বর্তমান সরকার ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সাথে আন্দোলন-সংগ্রামে না পেরে পুলিশ বাহিনী লাগিয়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে নিজেরাই বাদী হয়ে অনেক মামলা করেছেন। মনে রাখতে হবে এ সরকারই এ দেশের শেষ সরকার নয়। ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করতে হলে বুঝে শুনে মামলা করবেন। অবৈধ সরকারের নির্দেশে মানুষকে পাখির মত গুলি করবেন না। বক্তারা আরো বলেন, চাঁদপুরের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির নির্দেশে এ জেলায় অনেক হত্যাকাণ্ডসহ নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। তাদের আমলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে জোর করে অনেক কাজ নিয়ে গেছে। তারা আরো বলেন, আমরা দেশের জন্য জনগণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করছি। আমরা এ আন্দোলনে রাজপথে আছি এবং থাকবো।