মোঃ হাবিবুর রহমান খান :
কুমিল্লার চৌদ্দগ্রামে দু’বোন গণধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিনুল ইসলামকে সোমবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ২নং উজিরপুর ইউপির চেয়ারম্যান এবং দু’বোন গণধর্ষণের ঘটনায় থানায় দায়েরকৃত মামলার ২নং সাক্ষী। জানা গেছে, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউপির শিবের বাজার এলাকায় একটি কবরস্থান সংলগ্ন গাছের বাগানে সদর উপজেলার বালুতুপা গ্রামের গার্মেন্টসকর্মী দু;বোনকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার জন্য শিবের বাজারে গত ২১ জানুয়ারি সোমবার সকালে শালিস বসে। ওই শালিসে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম। ওইদিন বিষয়টির মিমাংসা না হওয়ায় ৩ দিন পর ২৪ জানুয়ারি বৃহস্পতিবার পুন:শালিসের দিন ধার্য করা হয়। খবর পেয়ে এর আগেই সোমবার রাতে গণধর্ষকদের ৫ জনকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। পরদিন মঙ্গলবার ধর্ষিতাদের পক্ষে তাদের ভাই মো. সুফিয়ান বাদী হয়ে আটককৃত ৫ জনসহ ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। এ মামলায় ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম ২নং সাক্ষী হিসেবে অন্তর্ভূক্ত আছেন।