সাখাওয়াত হোসেন মিথুনঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২০ আক্টোবর থেকে হিন্দু সম্প্রাদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরম্ন হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে জেলার পূজা ম-পগুলোতে প্রতিমা তৈরির কাজ নিয়ে ব্যস্ত্ম কারিগর শিল্পীরা। কিভাবে কত সুন্দরভাবে প্রতিমা তৈরি করা যায় সেই দিকেও লÿ্য রাখছেন। কারণ সময় যতো ঘনিয়ে আসছে কাজ ততো তাড়াতাড়ি শেষ করতে হবে। অপরদিকে ম-পকে সুন্দর করার জন্য চলছে দেয়ালে দেয়ালে রং লাগানো ডেকোরেশনের কাজ। তবে কারিগররা জানান, কারিগরের সংকট রয়েছে। অনেকেই এ কাজে আসতে চায় না। তারা বলেন, আমাদের পূর্ব পুরম্নষ এ কাজ করেছেন। তাই আমরাও করছি পিতৃ পেশাকে ধরে রাখার জন্য।
এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ১৮০টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা ম-পগুলো হচ্ছে- চাঁদপুর সদরে ২৪টি, মতলব দÿিণে ৩২টি, মতলব উত্তরে ২৯টি, শাহরাস্ত্মীতে ১৪টি, হাজীগঞ্জে ১৯টি, হাইমচরে ৭টি ও কচুয়ায় ৪০টি। উলেস্নখ্য, গত বছর জেলায় ১৭৭টি পূজাম-পে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর ৩টি পূজা বাড়বে বলে পূজা পরিষদের পÿ থেকে জানা যায়। প্রতি বছরের ন্যায় এ বছরও শান্ত্মিপূর্ণভাবে দুর্গা পূজা পালন করার জন্য দলমত নির্ভিশেষে সবার সহযোগিতা চেয়েছেন জেলা পূজা পরিষদের নেতারা।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।