আজ ১৩ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর আসছেন। তিনি ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা নিজ বাস ভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিবেন এবং বেলা ৩টায় তিনি তার এলাকা মতলব উত্তরের উদ্দেশ্যে রওনা দিবেন। পরদিন ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে স্কুল ও মাদ্রাসাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করবেন। দুপুর ২টায় তিনি মতলবস্থ ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাসায় মধ্যাহ্নভোজ করবেন। বিকেল ৩টায় পাঁচানি হোসেনিয়া মাদ্রাসার নবনির্মিত হোস্টেলের উদ্বোধন করবেন।
পরদিন ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের নিজ বাসস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।