ফাহিক কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের দূর্গাদী গ্রামে ডাকাতির ঘটনায় সন্দেভাজন ২ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত গুলিশা গ্রামের করিম শেখের ছেলে নজরুল (৩০) ও আমির হোসেন মাওলানার ছেলে মাহাবুব (১৯)-কে ৭দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল ১ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় সদর এএসপি সার্কেল কাজী হেলাল উদ্দিন, ওসি তদন্ত আরিচুল হক ও মামালার তদন্তকারী কর্মকর্তা নুরুল হক ঘটনস্থলে গিয়ে ব্যাপক তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টায় বালিয়া ৪ নং ওয়ার্ডের চাপিলা পাটওয়ারী বাড়ির নতুন নির্মাণাধীন ভবনে পাশের কাঁঠাল গাছ দিয়ে ছাদে উঠে এবং ছাদ থেকে মুখোশধারী ৭ জন ডাকাত ভবনের ভিতরে প্রবেশ করে। এ সময় বাড়ির গৃহকর্তা হাজী মুনছুর আহমেদ পাটওয়ারী ও তাদের কাজের লোক দুলাল ঢালী বাড়ির ভিতরে ঘুমন্ত থাকাবস্থায় ডাকাত দল তাদের হাত-পা বেঁধে ফেলে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মুনসুর পাটওয়ারী ও তার কাজের লোক দুলালকে প্রচণ্ড মারধর করে। এক পর্যায়ে দুলাল অচেতন হয়ে পরলে এ ভবনে তেমন কিছু না পেয়ে ডাকাত দল গৃহকর্তা মুনছুর পাটওয়ারীকে বাড়ির অন্য ঘরে ঘুমে থাকা তার স্ত্রী নূর জাহান বেগমের কাছে নিয়ে যায়। রাতের বেলা নুরজাহান বেগমকে ঘুম থেকে উঠিয়ে তাকে, তার স্বামীকে ও শিশু ফাতেমা (১৪)-কে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
এ সময় ঘরের আলমারী ও ওয়াড্রবে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা ও ১৫ ভড়ি স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় চাঁদপুর খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই নুরুল হক ঘটনাস্থলে গিয়ে স্থান পরিদর্শন ও ঘটনা পর্যবেক্ষণ করেন। ঘটনার পর গত শনিবার গৃহকর্তা হাজী মুনছুর আহমেদ পাটওয়ারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। পুলিশ মামলার প্রেক্ষিতে সন্দেভাজন ২ জনকে আটক করে নিয়ে আসে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আটককৃত আমির হোসেন মাওলানার ছেলে মাহাবুব ফরক্কাবাদ বাজারে দির্ঘদিন যাবৎ একটি ওয়ার্ক বের দোকানে চাকুরী করতো। সে এলাকায় বেশ কয়েকবার চুরি করে হাতে নাতে আটক হয়। সম্প্রতিকালে দক্ষিণ চাপিলা জামে মসজীদের মুয়াজ্জিনের মোবাইল চুরি করে ধরা পরে। ঐ সময় হাজী মুনছুর আহমেদ পাটওয়ারী চোর মাহাবুবকে বিচার করে মোয়াজ্জেমের মোবাইলটি তার কাছ থেকে উদ্ধার করে দেয়। সেই জের ধরে মাহাবুব ডাকাত দলের সহযোগিতায় ঘটনার দিন হাজী মুনছুর আহমেদ পাটওয়ারীর বাড়িতে প্রবেশ করে ঘটনা ঘটায় বলে ধারণা করা হয়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।