ফাহিম কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলার দেবপুরের চর বাকালি গ্রামের প্রতারক মতিন বেপারী (৬০) বিদেশে লোক পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ করা মামলায় সাজা প্রাপ্ত হয়ে অবশেষে পুলিশের হাতে আটক হয়। গত মঙ্গল বার সন্ধ্যায় মডেল থানার এ এসআই নোমান সঙ্গিয় ফোর্স নিয়ে দেবপুর বাজার থেকে মতিন বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে। মতিন বেপারী আদালতে যাওয়ার পুর্বেই অসুস্থতার ভান করে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। জানাযায় ঢাকার জনৈক ব্যাক্তির কাছ থেকে মতিন বেপারী ও তার সহযোগী মহিবুল্লা ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রতারনা করে নেয়। পরে মতিন বেপারী তাকে টাকার সিকিউরিটি মানি হিসেবে চেক প্রদান করে। পাওনাদার ব্যক্তি টাকা পেয়ে চেকটি ডিজঅনার করে ঢাকার আদালতে মামলা দায়ের করে। সেই মমলার হাজিরা না দেওয়ায় বিচার শেষে তার বিরুদ্ধে ৪ মাসের সাজা প্রদান করে আদালত। এলাকাবাসি সুত্রে জানাযায়, মতিন বেপারী ও তারছেলে শাহজাহান বেপারী, আলম বেপারী মৈশাদি ইউনিয়নের ৫ জনকে পাপুয়া নিউগিনি ও ২ জনকে ওমরা হজ্বে পাঠানোর নাম করে ঐ ইউনিয়নের কেরামত দিদারের ছেলে বিল্লাল হোসেন দিদারের কাছ কে ১৪ লক্ষ ৪৬ হাজর টাকা নেয়। কিন্তু তারা কাউকে বিদেশ না পাঠিয়ে টাকা আত্মসাৎ করে। ৪ মাস পর ২০১২ সালে বিল্লাল হোসেন দিদার বাদি হয়ে আদালতে ৫ জনকে আসামী করে একটি প্রতারনা মামলা দায়ের করে । মামলানং সিআর ১/১২। এছাড়া তাদের বিরোদ্ধে কবির প্রধান বাদি হয়ে আদালতে আরেকটি প্রতারনা মামলা দায়ের করে। মামলানং সিআর ১০৭/১২। মতিন বেপারী ও তার ছেলেরা কবির প্রদানকে বিদেশ পাঠানোর নাম করে একই কায়দায় ২ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে। ২টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হয়ে মতিন বেপারী ও তার ছেলেরা পলাতক ছিলো। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।