দেশটাকে অনিশ্চিত ভবিশ্যতের দিকে ঠেলে দিচ্ছে শেখ হাসিনা সরকার। তারা মুখে গণতন্ত্রের কথা বলে হাতে গণতন্ত্রের গলা চেপে ধরে। এ অবৈধ সরকার দেশে এক দলিয় শাসন ব্যাবস্থা কায়েম করার জন্য যে সড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বেছে থাকতে তা হতে দেবনা। বৃহস্পতিবার স্থানীয় ষোলঘর উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাংগঠনিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ভালো নেই, বর্তমান সরকার ও তার দলিয় নেতা কর্মীদের হাতে আমাদের মা-বোনরা নিরাপদ নয়। যুবলীগ ও ছাত্রলীগ নেতারা আমাদের বোনদের বদ্ধ ঘরে আটক রেখে গণধর্ষন করছে। এমন অরাজকতা আজ দেশের সর্বত্রই বিরাজমান। কাজেই দেশ ও জনগণের সার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে রাজ পথে ঝাপিয়ে পড়তে হবে।
১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিপু সুলতান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাইল করিম খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপপি দেওয়ান মো. শপিকুজ্জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি। প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি এড. সলিমুল্লা সেলিম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজি মো. ইব্রাহীম জুয়েল, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক বেপারী।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সম্পাদক মুনির চৌধুরী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আপজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, আহ্বায়ক ফয়সাল গাজী বাহারসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।