মিজান লিটন, ॥
গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের ৯৭তম শাখার উদ্বোধন হয়েছে। গতকাল বেলা ১২টায় শহরের হাজী মহসিন রোডস্থ টেকনো হান্নান কপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, দেশটি স্বাধীন বলেই আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। সকল সুযোগ তৈরী হয়েছে। এ সুযোগ তৈরী করে দিয়েছেন জাতির জনক বঙবন্ধুসহ সকল বীর শহীদাননার। আমরা যদি প্রত্যেক দিন শ্রদ্ধা জানাই তাহলেও তাদের ঋন শোধ হবে। তাদের স্বপন বাস্তবায়ন করেত সকলের স্ব স্ব অবস্থান থেকে কাজ করা উচিত। বিজয়ের মাসে আজ ব্যাংকটির শাখা উদ্বোধনও কিন্তু আজকে আমাদের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হওয়া। জেলার ব্যবসায়িসহ সকল সাধারন মানুষ এ ব্যাংকের সেবা গ্রহণ করবে। সাথে সাথে ব্যাংকটিও সেবার মান অক্ষুন্ন রেখে দেশব্যাপী এগিয়ে যাবে। ব্যাংকটি শুধু ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গি থেকে সৃর্ষ্টি হয়নি। একজন বরেন্য মানুষের হাত দিয়ে ব্যাংকটির সৃর্ষ্টি হয়েছে। যিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দেশে এখন অনেক ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতিযোগিতায় টিকে থেকে ব্যাবসা ও গ্রাহক সেবা নিশ্চিত করে টিকে থাকবে বলে আমি বিশ্বাস করি। তারা চাঁদপুরের গুরুত্ব অনুধান করে চাঁদপুরে শাখা প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমারা এগিয়ে যাচ্ছে। আমাদের ভিশন নিদিষ্ট সময়ের আগেই অর্জন করতে পারবো বলে বিশ্বস করি। আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার যখনই ক্ষমতায় এসছে দেশ ও জনগণের অগ্রগতির কথা চিন্তা করে কাজ করে। আমার দেখি অনেক বাল নীতি সরকারের পরিবর্তনের সাথে সাথে তা পরিবর্তন হয়ে যায়। তা দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে।
তিনি আরো বলেন রাজনীতিতে প্রতিযোগীতা থাকবে কিন্তু হানাহানি যেন না থাকে। চাঁদপুরে রাজনৈতিক পরিস্থিত অনেক ভাল বলেই সকলেই মনে করি। চাঁদপুরের মানুষের ঋন শোধকরতে পারবো না। তারা আমাকে ভবিষ্যতেও সেবা কারর সুযোগ দিবেন বলে আমি মনে করি।
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপির সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালাক ও প্রধান নির্বাহী এম এহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আমির জাফর, চাঁদপুর চেম্বরা অব কর্মাসের সভাপতি জাহাঙ্গী আখন্দ সেলিম, নির্বাহী কমটির সদস্য আকরাম হোসেন, পরিচালক আব্দুল হান্নান, এ কে এম সাহিদ রেজা, বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষানুরাগী শফিউদ্দিন আহমেদ, চাঁদপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমন ভূ্ইঁয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর চেম্বরা অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধূরী, ডা. মোবারক হোসেন চৌধুরী, রপ্তানীকারক শাহীদুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা মো: লুতফুল হায়াদার। ধন্যবাদ জ্ঞাপন কের বক্তব্য রাখেন চাঁদপুরের শাখা ব্যবস্থাপক আশিশ কুমার পাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরে ব্যবসায়ি, রাজনীতিক ব্যাক্তি, সুধীজন ও গ্রাহকহণ।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।