অভিজিত রায় ॥
দেশব্যাপী নৈরাজ্যে ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চাঁদপুর জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদের প্রতীকী অনশনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী ও পেশাজীবীরা অংশ নিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা প্রতীকী অনশনে দেশেব্যাপী রাজনীতির নামে পেট্রোল বোমায় মানুষ হত্যা, প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বঞ্চিত করা, ব্যবসা বানিজ্য ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করাসহ দেশেকে আফগানিস্থান ও পাকিস্থানের মতো তালেবানী রাষ্ট্রে পরিনত করা থেকে মুক্ত করতে এবং দেশের সর্বত্র শান্তি ফিরিয়ে আনতে সাধারণ জনগণকে আহবান জানান অনশনরত মানবাধিকার কর্মী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পষিদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ইউসুফ গাজী, জেলা বামাকার যুগ্ম সম্পাদাক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, চেম্বার অব কর্মাসের পরিচালক তমাল কুমার ঘোষ, পরিষদের সদস্য সচিব অ্যাড. রুহুল আমিন, ডাঃ শেখ মহসিন, জেলা বামাকার দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক মুরাদ খান, সহ সাংগঠনিক সম্পাদক মোহম্মদ আলী মাঝি, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক শফিকুল আজম, জেলা এনপিএসএর সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, জেলা আইন সহায়তা কেন্দ্রের ডাঃ হাকিম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সাগর, জেলা এএইচসিআরএফ এর যুগ্ম সম্পাদক এম এম কামাল, শহর বামাকার সভাপতি মমিন দেওয়ান, সাধারণ সম্পাদক আউয়াল বেপারী, প্রচার সম্পাদক কোরবান আলী বেপারী, নির্বাহী সম্পাদক সফিকুল ইসলাম মিয়া, সামাজিক পরিবেশের প্রচার সম্পাদক মানিক মিয়াসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।