মিজান লিটন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃংখলা উত্তরোত্তর সুন্দর ও অনেক সু-দৃঢ় হয়েছে। ২০১৪ সাল অবশ্যই ভালো গিয়েছে ২০১৫ ও যাবে। এমনকি পরবর্তি বর্ষ ১৯ সাল পর্যন্ত ভালো যাবে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় চাঁদপুরে বাংলাদেশ কোস্টগার্ডের সিজি স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিভিন্ন দল কোথাও যদি কর্মসূচি পালন করতে চায়, কি ধরণের সমাবেশ করবে সেগুলো বিবেচনা করে আইনশৃংখলায় যারা নিয়োজিত আছেন তারা সে ব্যবস্থা নেবে। তবে যদি কর্মসূচির নামে ভাংচুর, জ্বালাও পোড়াও, সাধারণ মানুষের সম্পত্তি, ব্যবসা বানিজ্য নষ্ট করে, সেখানেতো আমাদের যা করনীয় সে কাজটি অবশ্যই আমরা করবো। রাজনৈতিক কর্মকান্ড তারা যা করার করবে সেখানে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলেও জানান মন্তী।
কোস্টগার্ডের সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্টগার্ডকে শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনারা সকলে কোস্টগার্ডের পতাকা সমুজ্জল ও সমুন্নত রাখেন। আইনশৃংখলা নিয়ন্ত্রণে সর্বদা নিজেদের নিয়োজিত রাখবেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য ডা: দীপু মনি এমপি, বাংলাদেশ কোস্টগার্ডের মাহপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর উপস্থিত ছিলেন।