চাঁদপুর: চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁদপুর প্রেসক্লাবের দোতলাস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের সকল মানুষ আজ সরকার পতনের জন্য অপেক্ষা করছে। সারাদেশে আজ একই আওয়াজ, মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার। বর্তমান সরকারের লোকজন সিটি কর্পোরেশনগুলোতে হেরে গিয়ে তারা বেসামাল হয়ে পড়েছে। সরকার দেশের জনগণকে বিভিন্ন সমস্যায় রেখে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, এ জেলায় সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা রাজপথে থেকে আন্দেলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে এবং আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলহাজ্ব অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনীর চৌধুরী, রাফিউস শাহাদাত ওয়াসীম পাটওয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা কাউছার মিজি, নজরুল ইসলাম পাটওয়ারী, দেলোয়ার হোসেন সোহেল, হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও হাজীগঞ্জ সদর ৫নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খালেক খান, সৈয়দ আহাম্মেদ, প্রফেসর হারুনুর রশিদ, শাহরাস্তি উপজেলার ডাঃ জহির, কচুয়া উপজেলার মামুন তাফাজ্জল, মতলব দক্ষিণের আজিজ ঢালী, বজলুর রানা, বাবুল ফরাজী, আজমত খান, মতলব উত্তরের মহিউদ্দিন বাবুল, গাজী মোস্তফা।