প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আন্দোলকে জঙ্গিবাদী কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, বেঁচে থাকতে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে দেবেন না।
তিনি বলেছেন, তার নেতৃত্বে ও ঘোষণায় যে আন্দোলন চলছে তা সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম। বাংলাদেশে কোনও জঙ্গির স্থান থাকবে না। বিশ্বের নেতারাও এই জঙ্গিবাদের বিরুদ্ধে।
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় হলে নির্বাচন হবে তার জন্য প্রস্তুতি নিন। তিনি আরো বলেন, আপনার ভুলের খেসারত এ দেশের জনগণ দেবে না।
তিনি আরও বলেন, ছাত্রদলের যে কর্মী বোমা হামলা করতে গিয়ে মারা পড়েছে তা তার জঙ্গিবাদী কার্যক্রমের জন্যই। আর এটা বিএনপি নেত্রীর নির্দেশেই হয়েছে।
শেখ হাসিনা বলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তার সরকার সহনশীলতার সঙ্গে এগুচ্ছে। কারণ সরকার দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য আর খালেদা জিয়ার রাজনীতি তার ব্যক্তিগত স্বার্থের জন্য। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান বলেই দেশ জুড়ে এখন জঙ্গিবাদী কার্যক্রম শুরু করেছেন।