মাত্র দেড় মাস বয়সের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। শিশুটির মা করোনায় আক্রান্ত। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার আক্তারুল আলম জানান, তার দেড় মাস বয়সের শিশুর জ্বর দেখা দেয় এক সপ্তাহ আগে। তিনি শহরের একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান
ডাক্তার তার ছেলের স্যাম্পল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পাঠান। একই সঙ্গে তার মা মহসেনা খাতুনের নমুনা দেয়া হয়। পরীক্ষার রিপোর্টে শিশু সিয়াম ও তার মা’র করোনা পজেটিভ ধরা পড়ে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খোদা শিশুর করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।