সংবাদদাতা: দৈনিক আলোকিত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মনির হোসেন খানের শ্বশুর মো. শাহজাহান (টেলু) পাটোওয়ারী, শনিবার সকাল সারে ৯ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর,তিনি চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ীর বাসিন্দাও সমাজসেবক এবং বিসিষ্ট ব্যসায়ী ছিলেন।
মত্যুকালে তিনি স্ত্রী,১কন্যা ৪ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান,বাদ আছর তার নিজ বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে এলাকার গন্ন মান্ন ব্যক্তি বর্গ সহ সর্বস্থরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।