স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর পিতা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী (৭৮) আবারও গুরুতর অসুস্থ পড়েছেন । আজ ১লা সেপ্টেম্বর শুক্রবার ভোরে শাহতরীস্থ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের কাডিওলজী বিভাগে ভর্তি করা হয় । প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে এম্বুলেন্স যোগে ঢাকা প্রেরণ করা হয় । বর্তমানে তার বড় ছেলে রুবেল রুশদী এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাচ্ছে । স্থানীয় ডাঃসৈয়দ আহমেদ কাজ জানান,হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েছেন । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাট ফাউন্ডেশণ অথবা হৃদ ইনিষ্টিউশনে ভর্তি করাতে হবে । এদিতে তার পরিবারের পক্ষ থেকে চাঁদপুরবাসীর নিকট আশু রোগ মুক্তি ও দোয়া কামনা করা হয়েছে ।উল্লেখ্য ইতিপৃর্বেও কয়েকবার তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন