স্টাফ রিপোর্টার ॥
দৈনিক চাঁদপুর সংবাদের ২২তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাঁটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেল ৪টায় চাঁদপুর সংবাদ কার্যালয়ে অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুর রহমান। পত্রিকার বার্তা সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি.এম. হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার মফস্বল ইন চার্জ মাওলানা সাইফুল্লাহ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পত্রিকাকে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক মো: রফিকুল ইসলাম মিয়াজী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান রানা, বার্তা সম্পাদক কামরুল ইসলাম, চীপ রিপোর্টার ডা: শেখ মহসীন, মফস্বল ইন চার্জ মাওলানা সাইফুল্লাহ, সহ সম্পাদক ও মতলব দক্ষিণ অফিস প্রধান জাহাঙ্গীর আলম প্রধান, স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন রানা, চীপ ফটোগ্রাফার জাবেদ হোসেন, স্টাফ রিপোর্টার পি.এম বিল্লাল, মাসুদুর রহমান, সাখাওয়াত হোসেন সুমন, সারোয়ার হোসেন মুকুল, মালিক পাটওয়ারী, আবদুর রহমান গাজী, মতলব উত্তর অফিস প্রধান জাকির হোসেন বাদশা, ফরিদগঞ্জের এনামুল হক খোকন পাটওয়ারী, কে এম হাসান, মাহবুবুর রহমান প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলান সাইফুল্লাহ।