প্রতিনিধি
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা তফসিল গতকাল ২৩ জানুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দ্বিতীয় দফার তফসিলে চাঁদপুরের পাঁচ উপজেলাসহ সারাদেশের ১১৭টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার বাদ বাকি তিন উপজেলার নির্বাচন পরবর্তী তফসিলে হবে। দ্বিতীয় দফার তফসিলে চাঁদপুরের পাঁচ উপজেলার ভোটগ্রহণ আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকীব উদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিফিংয়ের মাধ্যমে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা তফসিল ঘোষণা করেন। এর আগে ১৯ জানুয়ারি তিনি এ নির্বাচনের প্রথম দফা তফসিল ঘোষণা করেন। প্রথম দফা তফসিলে ১০২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি। আর গতকাল ঘোষিত তফসিলে ১১৭টি উপজেলার ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। এই ১১৭টির মধ্যে চাঁদপুর জেলার পাঁচটি রয়েছে। চাঁদপুরের পাঁচটি হচ্ছে : চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ। এসব উপজেলার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২ ফেব্রুযারি রোববার, মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার, প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বাছাইয়ের পরের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বুধবার।
চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউর রহমান এ নির্বাচন সংক্রান্ত বিষয়ে চাঁদপুর কণ্ঠকে জানান, তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। জেলা অথবা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তবে জমা দিতে হবে জেলা রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে। এ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আর সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। তিনি আরো জানান, মনোনয়নপত্র সংগ্রহের সময়ই ভোটার তালিকার সিডি ক্রয় করতে হবে। এই সিডির জন্য নির্ধারিত মূল্য রয়েছে। উপজেলাওয়ারী সিডির জন্য নির্ধারিত মূল্য হচ্ছে : চাঁদপুর সদর ১৪হাজার ৫শ’ টাকা, হাইমচর ৩ হাজার টাকা, ফরিদগঞ্জ ১২ হাজার টাকা, মতলব উত্তর ১১ হাজার ৫শ� টাকা ও মতলব দক্ষিণ ৭ হাজার ৫শ’ টাকা।