ঢাকা: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। সকাল সোয়া সাতটা পর্যন্ত কোন পিকেটিং বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
হরতালের প্রথম দিন রোরবার জামায়াত-শিবিরের সহিংসতায় সারা দেশে পুলিশসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়।
রোববারের সহিংসতার পর ব্যাপক নিরাপত্তা নেওয়া হয় রাজধানীতে।
আইন-শঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও ৠাবকে সহায়তার জন্য মাঠে আছে বিজিবি। রাজধানীতে রাতেও বিজিবি-কে টহল দিতে দেখা যায়।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধে বৃহস্পতিবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড দেওয়ার পর সেদিন হরতাল পালন ছাড়াও রোববার ও সোমবার টানা হরতালের ডাক দেয় দলটি।
এছাড়া বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সহিংসতায় প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ দাবি করে মঙ্গলবার হরতাল দিয়েছে ১৮ দলীয় জোটনেতা বিএনপি।