দ্রুত বীর্যপাত এ হোমিওপ্যাথি চিকিৎসা
***********************
প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
********************
হোমিওপ্যাথি লক্ষন ভিত্তিক চিকিৎসা ব্যাবস্থা,তাই সব রোগীর লক্ষন এক রকম থাকে না,লক্ষন অনুযায়ী ওষুধ খেতে হবে,তা হলে উপকার হবে ,নিন্মে কিছু লক্ষন ও ওষুধের নাম দেওয়া হলো,আপনি লক্ষন মিলিয়ে সেবন করিবেন,তবে ওষুধের মান ভালো হতে হবে।ভালো মানের ওষুধ সেবন করিলে আল্লাহর রহমতে রেজাল্ট নিশ্চিত পাবেন।
Caladium Seg(ক্যালেডিয়াম)–– বহু দিন যাবত স্বপ্নদোষ হইতে হইতে লিঙ্গ শিথিল।স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যান্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন।সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না,যদিও হয় অল্পতেই বীযপাত হইয়া যায়।
সেবন ঃ নিন্ম শক্তি ১০ ফোটা করে সামান্য পানির সঙ্গে প্রত্যহ ৩ বার
Conium(কোনিয়াম)– স্ত্রী সহবাসের ইচ্ছা অধিক কিন্তু অক্ষম।সহবাস কালে সোহাগ আলিঙ্গনের সময় লিঙ্গ শিথিল হইয়া পড়ে।
সেবন -শক্তি ২০০,১এম বা আরো উচ্চ শক্তি,২-৪ মাত্রাই উপকার হয়।
Lycopodium(লাইকোপোডিয়াম)–হস্তমৈথুন স্বপ্নদোষ কিংবা অত্যাধিক স্ত্রী সহবাস জনিত কারনে ধ্বজভঙ্গ,স্ত্রী সোহাগ আলিঙ্গন করিলেও লিঙ্গ শক্ত হয় না।
সেবন -শক্তি ২০০,১এম বা আরো উচ্চ শক্তি,২-৪ মাত্রাই উপকার হয়।
Selenium(সিলিনিয়াম) -শুক্র তারুল্য—৩ ,৩০,২০০ প্রত্যহ ২-৩ বার
Agnus Castus(এগনাস কাস্ট)অবৈধভাবে বীর্যক্ষয় করিয়া যাহারা ধজভঙ্গ রোগে আক্রান্ত হইয়া পড়িয়াছে তাদের জন্য।
সেবন – নিন্ম শক্তি(মাদার)-১০ ফোটা সমান্য পানির সঙ্গে দিনে ৩ বার
Anacardium(এনাকার্ডিয়াম)--স্মরন শক্তিহীন রোগীদের প্রস্রাব কালীন বীর্যপাত হইয়া ধজভঙ্গ রোগ হইলে ।
সেবন-১৩/৩০ শক্তি প্রত্যহ ২ বার
Acid Phos(এসিড ফস)––স্ত্রী সহবাস জনিত মাথা ঘুরা,স্মৃতি শক্তি হ্রাস,লিঙ্গ শিথল,অতি শিঘ্রই বীর্যপাত।
সেবন –নিন্ম শক্তি(মাদার) –১০ ফোটা সমান্য পানির সঙ্গে ৩ বার আহারের পর
Corbonium Sulph(কার্বোনিয়াম সালফ)-অজান্তে বা অনিচ্ছা সত্ত্বে বীর্যপাত,স্ত্রী সহবাসের ইচ্ছা হয় না।
সেবন- ৬-৩০ শক্তি প্রত্যহ ৩ বার
Salix Nig(স্যালিক্্র নায়গ্রা)– স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতা হীন,
সেবন ঃ নিন্ম শক্তি (মাদার)১০ ফোটা করে সামান্য পানির সঙ্গে প্রত্যহ ৩ বার
Titanium(টিটেনিয়াম)–সঙ্গমে অতি শীঘ্রই বীর্যপাত ও বীর্যপাতলা
সেবন–৩x প্রত্যহ -২টি করে ট্যাবলেট দিনে ৩ বার
Nuphar Lut(নুপার লুটিয়া)––কাম উত্তেজনার কথায় কিংবা উত্তেজনায় অসাড়ে বীর্যপাত
সেবন ঃ নিন্ম শক্তি(মাদার) ১০ ফোটা করে সামান্য পানির সঙ্গে প্রত্যহ ৩ বার
Turnera(টার্নেরা)-–শুক্র বর্ধক ওষুধ
সেবন ঃ নিন্ম শক্তি(মাদার) ১০ ফোটা করে সামান্য পানির সঙ্গে প্রত্যহ ৩ বার
Avana Sat(এভেনা স্যাট)— হস্তমৈথুন,স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত শারীরিক দুর্বলতার জন্য উপকারী।
সেবন ঃ নিন্ম শক্তি(মাদার) ১০ ফোটা করে সামান্য পানির সঙ্গে প্রত্যহ ৩ বার
Medorrhinum(মেডোরিনাম)–গনরিয়া রোগে আক্রান্ত হইয়া ধজভঙ্গ পীড়ায় প্রথমে এ ওষুধ পরে লক্ষ অনুযায়ী অন্য ওষুধ সেবন করিবে।
Phosphorus(ফসফরাস)-সুন্দর লম্বা ছিপছিপে গড়ন,চালক সমান্য কারনে মন খারাপ।হাঁটতে সামান্য নুয়ে চলে এই ধাতুর রোগী হস্তমৈথুন,স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাস বা অসাড়ে শুক্রক্ষরন ইত্যাদি কারনে ধ্বজভঙ্গ।
সেবন==২০০শক্তি বা ১ এম সকাল বিকাল ২ মাত্রা
Moschus(মস্কাস)– বহুমুত্র রোগী দেহের গড়ন চিকুন চাকুন দুর্বল ক্ষমতাহীন অল্পতেই বীর্যপাত হইয়া যায়।
সেবন –২০০ শক্তি দিনে ২ বার
বায়োকেমিক
Natrum Mur(নেট্রাম মিউর)–– স্ত্রী লোক দেখিলে কথা বলিলে এমন কি মনে মনে ভাবিলেও অসাড়ে বীর্যপাত হয়ে যায়।
সেবন -12x বা আরো উচ্চ শক্তি ৪ বড়ি করে দিনে ২ বার
Kali Phos(কেলি ফস)–অতিরিক্ত বীর্যক্ষয় জনিত অনিদ্রা,কাজ কর্মে অনিচ্ছা,জননেন্দ্রিয় দুর্বলতা।
সেবন -12x বা আরো উচ্চ শক্তি ৪ বড়ি করে দিনে ২ বার
Silicea(সাইলেসিয়া) –স্বপ্নদোষ,হস্তমৈথুন,অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কুফল এর জন্য
সেবন -12x বা আরো উচ্চ শক্তি ৪ বড়ি করে দিনে ২ বার
চিকিৎসা = এ সমস্যার জন্য হোমিওপ্যাথ একমাত্র চিকিৎসা,দ্রুত কোনো ভালো রেজিঃ হোমিওপ্যাথ ডাক্তারের পরার্মশ নিন।
সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।
প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর
01711-943435 = 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ইমেইল-dr.zaman.polash@gmail.com
ওয়েব সাইট –www.zamanhomeo.com