চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত “সবার জন্য বাসস্থান” প্রোগ্রাম সফল করার লক্ষ্যে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার (বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন) সদস্যদের নিজস্ব অর্থায়নে ও চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতায় দুটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের জন্য নির্মিত হচ্ছে দুটি ঘর।
শনিবার (৬ মার্চ) বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী এলাকায় এ ঘর দুটির লে আউট সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। এই উদ্যোগকে অনুসরণ করে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে মুজিববর্ষে একজন লোকও গৃহহীন থাকবেনা এই স্বপ্ন সহজেই বাস্তবায়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজিব, চাঁদপুর সদর, পিআইও, সদর সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ওয়ার্ড মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুরনিউজ/এমএমএ/