ধর্মীয় উগ্রবাদীরা মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে আহমদ রেজা ফারুকী। বুধবার রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আহমদ রেজা ফারুকী বলেন, আমরা অপেক্ষা করতে রাজি আছি। তবু চাই হত্যা মামলাটির তদন্ত যেন থেমে না যায়। পারিবারিক বা ব্যবসায়িক বিরোধে তার বাবা খুন হননি উল্লেখ করে তিনি বলেন, আমরা পরিবারের সদস্যদের সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি। আমার আব্বা সুন্নি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। হত্যার আগে তাকে তার মতাদর্শের বিরোধীরা মোবাইল ও ফেসবুকে হত্যার হুমকি দেয়। উগ্রবাদীদের হাতে তাকে নিহত হতে হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকা-। এ হত্যাকা-র ঘটনায় দায়ের হওয়া মামলায় দুটি ধারা যুক্ত করতে অনুরোধ জানান রেজা ফারুকী। তিনি বলেন, আব্বাকে যখন হত্যা করা হয় তখন আমার বড় ভাই মাসুদ রেজা ফারুকী ও আমি দেশের বাহিরে ছিলাম। ঘটনার পরে পুলিশ মামলার এজাহার তৈরি করে আমার ছোটভাই ফয়সাল ফারুকীকে দিয়ে সই করিয়ে নেয়। ফয়সাল বয়সে ১৮ হলেও মামলা সম্পর্কে তার ধারণা কম ছিল। তাই এখন আমরা মামলায় দ-বিধির ৩০২ ও ৩৪ ধারা যুক্ত করতে অনুরোধ করছি। গত ২৭শে অগাস্ট রাতে রাজাবজারের নিজ বাসায় গলাকেটে হত্যা করা হয় ফারুকীকে। তিনি চ্যানেল আইয়ে ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ শিরোনামে দুটি অনুষ্ঠানসহ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।