ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভূমি কম্প হলেই আতংক বেড়ে যায়। সর্বশেষ গত ৫ জানুয়ারী ভোর বেলার ভূমি কম্পে বিদ্যালয় ভবনের পুর্বের ফাঁটল আরো বেশি বেড়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক লাভলী রায়। এমতাবস্থায় তারা ধ্বস আতংক নিয়ে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখনো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১৯৩৫ সালে স্থাপিত ১২৪নং গাব্দেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটিতে সাধারণ ভাবে ফাঁটলের কোন চিহ্ন দেখা যায়না। তবে একটু ভাল করে তাকালেই চোখে পড়ে ফাটলের দৃশ্য। শিক্ষকদের কক্ষসহ প্রতিটি শ্রেণির কক্ষের ভিমে ফাঁটল রয়েছে। ছাদ ও দেয়ালেরও একই অবস্থা। সর্বশেষ ৫জানুয়ারী ভোরের ভূমি কম্পে শিক্ষক রুমের সাথে থাকা টয়লেটটির দেয়াল প্রায় এক ফুট সরে গেছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, ১৯৭২ সালে বিদ্যালয়টির ভবন নির্মিত হয়। ওই সময় শুধু ব্রীক ওয়ালের ওপর ছাদ নির্মাণ করা হয়। এর পর থেকে আর কোন ধরনের সংস্কার করা হয়নি। তাছাড়া আশেপাশের মাটি নরম থাকায় ভবনটি ছত্রাক/ব্যাকটেরিয়ার আক্রমণে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ে অধ্যয়নরত ৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে জরাজীর্ণ ভবনেই কার্যক্রম চালাতে হচ্ছে।।
উপজেলা শিক্ষা অফিসার ফরিদ উদ্দীন জানান, ইতিপুর্বে পুরাতন ভবনের স্থলে নতুন ভবন নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পুনরায় আবারো চিঠি প্রেরণ করা হবে।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবদিন জানান, তিনি বিষয়টি জেনে তাৎক্ষনিক শিক্ষা অফিসারকে সর্বশেষ অবস্থা জেনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। #
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।