শাহাদাত হোসেন, :
পুরাতন বছরের যত গ্লানি মুছে যাক নতুনের কেতনে নতুন বার্তা নিয়ে আবার আসছে বৈশাখ। শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন বছর: ১৪২১বঙ্গাব্দ উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুয়ালালামপুর। কুয়ালালাপুর বুকিত বিন্তাং’এ বাংলাদেশী অভিজাত রেস্টুরেন্ট রসনা বিলাসে পহেলা বৈশাখ ১৪২১, প্রভাত থেকে পান্তা ইলিশ উৎসব চলবে সারা দিন। বৈশাখ উপলক্ষ্যে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী নাছিরকে নিয়ে বৈশাখী কনসার্টের আয়োজন করছে রসনা বিলাস রেস্টুরেন্ট। কুয়ালালামপুর বাংলাদেশী অধ্যুষিত এলাকা কোতারায়া রেস্টুরেন্ট রাজধানীতে বৈশাখের সকাল থেকে পান্তা ইলিশের বিশেষ মেলার আয়োজন করেছে। কোতারায়া বাংলাদেশী রেস্টুরেন্ট খাবার খাবো বর্ষ বরণের এই দিনে পান্তা ইলিশের ভিন্ন রকমের আয়োজন থাকছে প্রবাসীদের জন্য বিশেষ কুপন ও পুরুষ্কারের ব্যবস্থা। বর্ষ বরণকে আরো প্রাণবন্ত করতে ভিন্ন আয়োজন করছে কোতারায়া “আমরা প্রবাসী যুব সংঘ” পান্তা ইলিশ সহ বিশেষ র্যাফেল ড্র এছঠাড়া বাংলাদেশ দূতাবাসও পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রবাসীদের নিয়ে কুয়ালালামপুর চায়নিজ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ হল রুমে আয়োজন করছে বৈশাখের বিশষ সংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি ও নতুন বর্ষ বরণ ১৪২১কে স্বাগত জানাতে প্রবাসীদের মনে সাজ সাজ রব।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।