প্রতিনিধি
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় একটি ঔষধের দোকান থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে একটি কার্টুন ভর্তি পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে। এ ব্যাপারে দোকান মালিক ও তার ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে। জানা গেছে, চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় মক্কা ফার্মা নামের ঔষুধের দোকানের মালিক হুমায়ুন কবির পাটওয়ারীকে রাত সাড়ে ৭টায় অজ্ঞাত যুবক (২৫) একটি বিস্কুটের কার্টুনে ককটেল ও পেট্রোল বোমা রেখে তা র্যাপিংয়ে পেচিয়ে গিফটের প্যাকেট বলে কয়েক মিনিটের জন্য রেখে যায়। রাত নয়টায় চাঁদপুর মডেল থানার পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে মক্কা ফার্মাতে তল্লাশী চালায়। এ সময় ক্যাশ কাউন্টারের সামনে থেকে ওই গিফট কাগজ মোড়ানো কার্টুনটি মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ উদ্ধার করে। কার্টুনটি কিছু অংশ খুলে তাতে বোমার সদৃশ্য দেখতে পায়। পরে চাঁদপুর সদর এএসপি সার্কেল সৈকত শাহিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। বোমার খবর জানতে পেরে শত শত মানুষ মক্কা ফার্মার সামনে ভীড় জমায়। এ সময় পুলিশকে বোমা উদ্ধার কাজে হিমশিম খেতে হয়। পরবর্তীতে বালতি, প্লাস্টিকের বোল ক্রয় করে বালি চাপা দিয়ে উদ্ধার করে তা মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে খোলাস্থানে রেখে ও প্যাকেট থেকে ৮টি পেট্রোল বোমা ও ৬টি ককটেল বের করা হয়। এ ঘটনার কথা জানার জন্য মক্কা ফার্মার স্বত্ত্বাধিকারী মদনা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছলেমান পাটোয়ারীর ছেলে হুমায়ুন কবির পাটওয়ারী (৫২) এবং তার ছেলে মোতালেব পাটওয়ারী মিরাজ (২০)কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
হুমায়ুন কবির পাটওয়ারী জানায়, এশার নামাজের পর এক অপরিচিত যুবক তার দোকানের সামনে এসে মোবাইলে কথা বলে উপহারের প্যাকেট রাখে। সে বলে, কয়েক মিনিটের মধ্যে এ প্যাকেটটি নিয়ে যাবে। পরবর্তীতে পুলিশ এসে তল্লাশি করে তাতে দেখতে পায় বোমা রয়েছে। রাতে আটক দু’ জনকে পুলিশ থেমে থেমে জিজ্ঞাসাবাদ করে। হুমায়ুন কবির পাটওয়ারী প্রায় দেড় বছর ধরে এই ঔষুধের ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলো। তিনি মদনা গ্রামের বসবাস না করে চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার রোজগার্ডেন নামক বাসায় ভাড়া থাকে।
শিরোনাম:
সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।