প্রতিনিধি
প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সন্ধ্যার একটু আগে চাঁদপুর নতুন লঞ্চঘাটের পাশে মাদ্রাসা রোড টিলা বাড়ি এলাকায়। আহত হয় খাদেজা বেগম (১৬), অাঁখি আক্তার (১৭), শাহজাহান (২২) ও জসিম (৩০)। এরা সবাই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ঘটনার পরপর চিকিৎসা নেয় এবং মামলা করার জন্য থানায় অবস্থান করে। আহতরা ওই এলাকার আলী হোসেন সর্দার ও আমেনা খাতুনের ছেলে-মেয়ে এবং জামাতা।
আমেনা বেগম (৫৫) জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী নূরু বেপারীর স্ত্রী আসাবি বেগম, ছেলে রুবেল, সুজন ও কালা তাদের উপর হামলা করে।