মিনু রহমান
নদীটা ভাগ হয়ে যায়
ছুঁতে গিয়ে আঙ্গুলগুলো খুলে খুলে পড়ে
হৃদয়টা উবু হয়ে কাঁদে
চাঁদ হাতে জোৎস্না ছড়াতে ছড়াতে
দিগন্তের পথে চলে যায় কেউ …
আমি চেয়ে থাকি ……
অশ্রু জলে পূর্ন হয় নদী ।
আজও কি তুমি স্বপ্ন দেখাবে ?
পারতো আমাকে একটা স্বপ্ন ঋন দিও
বহুকাল স্বপ্ন নামেনি পোড়া চোখে …
তবে মেঘ জমে ছিল , বৃষ্টিও ঝড়েছে
শুধু জমিন ভেজাতে পারি নি …
জীবন থেকে চলে গেল কত মধুমাস
ঘাস ফুল মরে গেল
করতে পারিনি বিন্যাস,
স্মৃতির ভায়োলিন বাঝিয়ে
পাঠাবো তোমায় নভোযান
তুমি এস ভাসিয়ে রাখবো সাম্পান ।