প্রতিনিধি
মাত্র পাঁচ দিনের ব্যবধানে মতলব উত্তরে আবারো নদীতে অবৈধভাবে বালুকাটায় ড্রেজারসহ ২৫ জনকে আটক করেছে প্রশাসন। গতকাল সোমবার সকালে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় অবৈধভাবে বালু কাটায় ইউএনও অভিযান চালিয়ে ৯ টি ড্রেজারসহ ২৫ জনকে আটক করেন। এর আগে গত ৯ জুলাই একই এলাকায় নদীতে অবৈধভাবে বালুকাটায় ৫টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহআলম, মতলব উত্তর থানার এসআই মোঃ শাহজাহান, এসআই মোবারক হোসেন, এএসআই আলমগীর হোসেন ও এএসআই আবদুস সালামসহ সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর ষাটনল এলাকায় গতকাল সকালে অভিযান চালায়। অভিযানে নয়টি ড্রেজার আটক করা হয়। ড্রেজারগুলো হলো : মা-বাবার দোয়া ড্রেজিং প্রকল্প-৩, সততা ড্রেজিং প্রকল্প, এমভি আল ফাতেহা শরীফ প্রকল্প, আল মঈন ভাণ্ডারী ড্রেজিং, আল হাজেরা ড্রেজিং প্রকল্প, মক্কা মদীনা ড্রেজিং প্রকল্প-২, মক্কা মদীনা ড্রেজিং প্রকল্প-১, দিবারাত্রি ড্রেজিং (এম-১৮৬৮৯) ও শাকিব সাব্বির-৩। একই সময় ২৫ জন শ্রমিককে আটক করা হয়। আটককৃত ড্রেজারগুলো মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। আর ২৫ শ্রমিককে মতলব উত্তর থানায় রাখা রয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জের একটি প্রভাবশালী গ্রুপ মতলব উত্তরের ষাটনল এলাকায় নদীতে অবৈধভাবে বালু কেটে আসছে। তাদের বিরুদ্ধে একাধিকবার চাঁদপুর জেলা প্রশাসন, মতলব উত্তর উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেডসহ লোকজন আটক করে। তাতেও বালু কাটা বন্ধ হয়নি। প্রশাসন বলছে এই অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।