অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন’ শীর্ষক আলোচনা সভায় নাজমুল হুদা এ সব কথা বলেন।
সমকাল প্রতিবেদক
নবম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই দশম সংসদের এমপিদের শপথ গ্রহণ ও সরকার গঠন প্রক্রিয়া সাংবিধান অনুসারে অবৈধ বলে দাবি করেছেন বিএনএফ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
তিনি বলেন, “দেশে রাজনীতি বলতে কিছু নেই। যেখানে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন, অর্ধেক ভোটার ভোট দিতে পারে না- সে দেশে কোনো গণতন্ত্র থাকতে পারে না। প্রধানমন্ত্রী এখন মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সংকট নিরসনের কথা বলছেন। কিন্তু তা অনেক বিলম্ব হবে। এক্ষেত্রে অবিলম্বে ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ফের নির্বাচন দিতে হবে।”
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন’ শীর্ষক আলোচনা সভায় নাজমুল হুদা এ সব কথা বলেন।
সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “দেশ ও জনগণের স্বার্থে পুনরায় নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, শীঘ্রই এমপিদের শপথ ও নতুন মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করা হবে। এটা হলে অগণতান্ত্রিক ও অথর্ব সরকার হবে।”
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।