অভিজিত রায় ॥
চাঁদপুর নবারুন আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বক্তব্যে বলেন, নবারুন আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক শিক্ষা প্রদানের একটি প্রতিষ্ঠান। এখানে প্রতি বছর অসংখ্য শিশু শিক্ষার্থী জ্ঞান অর্জন করে আসছে। এই কোমলমতি শিশুরা পরম মমতায় বিদ্যার্জন করছে বলে আমার জানা। লেখাপড়ার পাশাপাশি এসব শিশু শিক্ষার্থীদের খেলাধুলা করতে দেয়া প্রয়োজন। খেলাধুলা করলে কোমলমতি শিশুদের দেহ ও মন প্রফুল্ল থাকে। আজ নবারুন আদর্শ শিশু শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্যাপিত হচ্ছে। এই ক্রীড়ার অনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ ইতু চক্রবর্তী, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদেরসহ সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন নবারুন আদর্শ শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার। পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্রাম খান। এর পূর্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোরআন তিলাওয়াত করেন হাসিবুল, গীতা পাঠ করেন সৌরভ দাস। প্রতিযোগিদের শপথ পাঠ করান রোহান আনজু ইমা। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধা তালিকায় ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিদ্বয় পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থত ছিলেন শিশু একাডেমীর মোঃ মোস্তফা, সুধির পর্বত, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাঝে শ্যামলী সরকার, রিয়াদ, মমতা, কাকলী, রীতা রানী বিশ্বাসসহ অন্যান্যরা।