চাঁদপুর নিউজ রিপোর্ট
নবী করিম (দঃ)-এর রওজা মোবারক স্থানান্তর করার মতো চরম ধৃষ্টতাপূর্ণ দাবির প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার চাঁদপুর শহরে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।
বিকেলে শহরের শপথ চত্বরে প্রথমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মুফতি আবদুর রব আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফরাজীকান্দি আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ রফিকুল ইসলাম, ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, ইসলামী ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা সভাপতি মাওঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওঃ আবদুর রউফ খান, ইসলামী যুবসেনার জেলা আহ্বায়ক পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের, সদস্য সচিব গাজী মোঃ আবদুর রাহীম, ইসলামী ছাত্রসেনার জেলা সভাপতি মোঃ ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-বাকী প্রমুখ।
বক্তারা বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন হচ্ছে দয়াল নবীজীর রওজা শরীফ। মুসলমানদের ঈমানী শক্তির উৎস যেখানে সেই রওজা মোবারকে যদি ইহুদী-নাসারাদের ক্রীড়নক সৌদি সরকার হাত দেয় তাহলে মুসলিম উম্মাহর হৃদয়ে আগুন জ্বলবে। আর সে আগুনে সৌদির রাজতন্ত্রের সিংহাসন জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। বক্তারা বলেন, সৌদি আরবে নেপথ্যে ইহুদী-নাসারাদের অর্থে পরিচালিত ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ড. ইরান আল-আলাবি দাবি করেছে, হাজীরা মহানবী (দঃ)-এর রওজা জিয়ারত করুন- এটা তারা চান না। কারণ তারা বিশ্বাস করেন, এটি শিরক (নাউজুবিল্লাহ)। ওহাবী মতাবলম্বী এ শিক্ষক এ জন্য সৌদি সরকারের কাছে রওজা শরীফ স্থানান্তর করে জান্নাতুল বাকীতে এনে সেখানকার অন্যান্য কবরের মতো নবীজীরও রওজার যেনো কোনো চিহ্ন না থাকে (নাউজুবিল্লাহ)। মুসলমান নামধারী ওহাবী পন্থী এ ইহুদীর বাচ্চার ফাঁসি দাবি করে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।