রেজাউল করিম:
মাধ্যমিক ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আজ স্বপ্নের উচ্চ শিক্ষার যাত্রা শুরু হচ্ছে। এর মধ্য দিয়েই শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতের গন্তব্যের যাত্রা শুরু করবে। চাঁদপুরের উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আজ ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ৩০ জুন পর্যন্ত তা চলবে।
শিক্ষা বোর্ডে অনলাইনে আবেদন শেষে প্রকাশিত তালিকানুযায়ী এ ভর্তি প্রক্রিয়ায় অংশ নিবে শিক্ষার্থীরা। জেলার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা ভর্তি আবেদন করলেও মেধা ও প্রতিষ্ঠাগুলোর সংরক্ষিত আসনের জন্য অনেক শিক্ষার্থীই পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল-আমিন একাডেমী স্কুল এণ্ড কলেজ, হাজীগঞ্জ মডেল কলেজ ও পুরাণবাজার ডিগ্রি কলেজ অন্যতম। ঐ প্রতিষ্ঠানগুলোর বোর্ড সংরক্ষিত আসনের সীমাবদ্ধতার জন্য অনেক মেধাবী শিক্ষার্থীকে ভর্তি হতে হবে উপজেলা পর্যায়ের উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা ইল্শেপাড়কে জানান, চলিত ২০১৩-১৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শাখায় ৩টি বিভাগে ৬শ’ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ব্যবসা শাখায় ৩শ’ জন, মানবিক শাখায় ১শ’ ৫০ জন ও বিজ্ঞান শাখায় ১শ’ ৫০ জন। অধ্যক্ষ আরো জানান, প্রায় ৯শ’ শিক্ষার্থী অন-লাইনে ভর্তির আবেদন করে। কুমিল্লা শিক্ষা বোর্ডে চাঁসকের আরো ৩শ’ কোটা বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। বোর্ড আসন বৃদ্ধি করতে পারে বলে অধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সাদেকুর রহমান ইল্শেপাড়কে জানান, ৩টি বিভাগে ৭শ’ ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবে চলতি শিক্ষাবর্ষে। মানবিক বিভাগে ৩শ’ জন, বাণিজ্য বিভাগে ৩শ’ জন ও বিজ্ঞান বিভাগে ১শ’ ৫০ জন।
চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, তার কলেজে ৩টি বিভাগে ১শ’ ৫০ জন করে ৪শ’ ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে ৮শ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলো। অধ্যক্ষ আরো জানান, আসন বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। বোর্ড আবেদন মঞ্জুর করলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে।
পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ জানান, চলতি উচ্চ মাধ্যমিক শাখায় ৩টি বিভাগে ৬শ’ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। প্রায় ৮শ’ শিক্ষার্থী ঐ কলেজে ভর্তির আবেদন করেছিলো। প্রত্যেকটি কলেজের নির্দিষ্ট আসনের বিপরীত ২৫ শতাংশ অপেক্ষমান শিক্ষার্থী থাকবে। কেবলমাত্র শূন্য কোঠায় আপেক্ষমান শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
উল্লেখ্য, ৩০ জন পর্যন্ত ভর্তির জন্য বোর্ড কর্তৃক সময়সীমা নির্ধারত থাকলেও জেলার সেরা প্রতিষ্ঠানগুলোতে ২৪ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ৩০ তারিখের পর অতিরিক্ত মাশুল ফি দিয়ে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে বলে কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।