আশিক-বিন-রহিম
নরসিংদীতে সময়, চ্যানেল ২৪ ও চ্যানেল ৯ এর সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুর টেলিভিশন ফোরামের আয়োজনে রবিবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি শাহ মোহম্মদ মাকশুদুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক সোহেল রুশদী, স্থ’ানীয় দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন, ৯ এর চাঁদপুর জেলা প্রতিনিধি নাছির পাঠান।
টেলিভিশন ফোরামের জেলা সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, দৈনিক চাঁদপুরজমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, সময় টেলিভিশন স্টাফ রিপোর্টার ফারুক আহম্মেদ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকরা কলম ছেড়ে রাস্তায় আসলে, তা দেশ ও জাতির জন্য মঙ্গল জনক নয়। অচিরেই নরসিংদির সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন বলে জোর দাবী জানান
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।