ডাঃ এস.জামান পলাশ
নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা ও তার সমাধান…নাক দিয়ে রক্ত পড়া একটি সাধারণ রক্তরণ জনিত ঘটনা…শিশু এবং বৃদ্ধদের মাঝে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা বেশি দেখা যায়…এটা আসলে জ্বর/ঠান্ডা/কাশি/আমাশয় এরকম পরিচিত কোন রোগ নয়…তাছাড়া হঠাৎ রক্তরন হয় বলে রোগী সহ রোগীর চারপাশের লোকজন ভয় পেয়ে যান…পড়তে পতে আর একটু অগ্রসর হলেই বুঝতে পারবেন…আসলে ভয় পাবার কিচ্ছু নাই…
নাক দিয়ে রক্ত পড়ার কারন: নাক দিয়ে রক্ত পড়ার কারনগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি…
১) কোন কারন ছাড়া রক্ত পড়া: কারণ ছাড়া (ldiopathic) েেত্র নাক দিয়ে রক্ত পড়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না…
২) নাকের সমস্যা:
=> আঘাত -সাধারণত: নাকে কোন ভোতা বস্ত্ত দিয়ে আঘাত করলে
=> বহিরাগত দ্রব্য- যেমন হাত দিয়ে নাক খোটার সময়
=> শ্বাসতন্ত্রের অসুস্থতা জনিত- যেমন নাকের সর্দি, সাইনোসাইটিস
=> নাকের কোন সমস্যা, যেমন পলিপ/টিউমার থাকলে
=> রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলেও নাক দিয়ে রক্ত পরতে পারে
=> নাকের অপারেশন
৩) শারীরিক সমস্যা:
=> আঘাত
=> এলার্জি
=> প্রদাহ
=> উচ্চ রক্তচাপ
=> রক্ত স্বল্পতা/এনিমিয়া
=> রক্তে জমাট বাঁধার সমস্যা হিমফিলিয়া, লিউকোমিয়া ইত্যাদি
=> মাসিক-এর সময় এবং গর্ভাবস্থায়
=> এছাড়া ঔষধ যেমন-এসপিরিন, আইবুপ্রফেন সেবনের কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে…
চিকিৎসা :
নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক অঙুলি দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিন…এভাবে ১৫-২০ মিনিট চেপে ধরলে অনেক েেত্র রক্ত পড়া বন্ধ হয়ে যায়…
অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়…
===================================================
ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall