শহর প্রতিনিধি-
নাজির পাড়ায় ভবনের ৩য় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ইসমাইল (২৪) নামে এক শ্রমিকের গুরুতর আহত হয়ে অবশেষে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাবস্থায় মৃত্যু হয়। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় নাজির পাড়া বায়তুল হাসান ৯২৩ নং ভবনে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সাময়িক চিকিৎসা প্রদান শেষে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে নাজির পাড়া ফখরুল হাসানের ৪র্থ তলা বিশিষ্ট নতুন ভবনের ৩য় তলায় বারিন্দায় এসএস পাইপ লাগানোর জন্য নিচ থেকে পাইপ উঠাতে গিয়ে বৈদ্যুতিক তার হঠাৎ লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক ইসমাইল উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে সরকারি জেনারেল হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় তার করুণ মৃত্যু হয়। ভবনে কর্তব্যরত কয়েকজন শ্রমিক জানায়, বাড়ির মালিক ফখরুল ইসলাম ভবনে এসএস পাইপ দিয়ে বারান্দার গ্রিলে লাগানোর জন্য চট্টগ্রামের একটি দোকান থেকে কিনে চাঁদপুরে আনেন। চট্টগ্রামের ওই দোকানদারের মনোনিত শ্রমিকের মাধ্যমে বাড়ির কাজ করানো হচ্ছিল। অধিকাংশ এসএস পাইপ বাড়ির ভিতর দিয়ে ঢুকালেও ঘটনার দিন দ্রুত কাজ করার জন্য বাড়ির মালিক ফখরুল হাসান বাহির দিয়ে পাইপগুলো উঠানোর জন্য নির্দেশ প্রদান করেন। মালিকের কথা শুনেই শ্রমিকরা বাহির থেকে পাইপ উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই শ্রমিক ইসমাইলের মৃত্যু হয় বলে তারা জানায়। নিহত ইসমাইল লক্ষ্মীপুর জেলার রায়পুরের দেনায়তপুর গ্রামের বাসিন্দা। ঘটনা ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই বাড়ির মালিক নিহত ইসমাইলকে ঢাকা থেকৈ তার দেশের বাড়ি নিয়ে কাছে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লাশ দাফনের চেষ্টা চালায়।