নানার বাড়ির পুকুরে ডুবে আবু আদিফ (৪) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে মর্মান্তিক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন পশ্চিম পাড়া মজুমদার বাড়িতে। আদিফের বাবা আবু ছায়েম মিয়াজী হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
আবু ছায়েম মিয়াজী কান্নাজড়িত কণ্ঠে জানান, কাজের কারণে আমি বাইরে থাকলেও আদিফ বেশির ভাগ সময় মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। বৃহস্পতিবার বিকেলে বাড়ির অন্য সকল শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপরে খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে একইদিন বাদ এশা স্থানীয় মসজিদে জানাজা শেষে আদিফকে নানার বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।