চাঁদপুর প্রতিনিধি: ১৪ এপ্রিল রবিবার পহেলা বৈশাখ। নতুনের আবাহনে পথ চলার নতুন বার্তা নিয়ে শুরু হল বছরের যাত্রা। বাঙ্গালীর আবহমান সাংস্কৃতির নানা আয়োজনে রঙে বর্ণে উদযাপিত হল চাঁদপুরে পহেলা বৈশাখ।
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ব্যাপক অনুষ্ঠানমালা। সকাল ৬টায় শপথ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা আয়োজন। চাঁদপুরের জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মো. মাকসুদ, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সব পেশাজীবী সংগঠনের নেতারা। পরে জেলা শিল্পকলা একাডেমীতে শিল্পকলা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। পুরো শহরেই ছিল বৈশাখের আনন্দ। অপরদিকে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগেও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, জেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, দেওয়ান রেজাউল করিম, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান বজলুর রহমান, মো. মোফাজ্জল হোসেন, কচি-কাঁচার মেলার পরিচালক মো. মাকসুদুল হক বাবলু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধীজন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়।
এছাড়াও জেলার মতলব উত্তর, হাজীগঞ্জ, কচুয়া, শাহ্রাস্তি, হাইমচর, ফরিদগঞ্জসহ প্রত্যেকটি উপজেলায় বর্ষবরণ উদযাপিত হয়েছে এবং বিভিন্ন স্থানে মেলা বসেছে।