শরীফুল ইসলাম ঃ
চাঁদপুর ২৫০ সর্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দিন দিন সমস্যা বেড়ে চলছে, হাসপাতালের চার পাসের পরিবেশ দূমিত হয়ে যাচ্ছে। চারতলা বিশিষ্ট সদর হাসপাতাল টির প্রথম তলার সিড়ি দিয়ে উঠলে চখে পড়ে পানের পিক, থুথুৃ , ময়লার টুকরা যা হাসপাতালের পরিবেশ নষ্ট করে। আরযারা হাসপাতালে রুগি দেখতে আসে তারা এসব দেখে অতিষ্ট হয়ে পড়েন। হাসপাতালের ২য় ও ৪র্থ তলার পুরুষ, মহীলা ওয়ার্ডে টয়লেটের দুঘন্দে অতিষ্ট হয়ে পড়েন রুগিরা। হাসপাতালের রুগরিা জানান হাসপাতালের টয়রেট গুলো ভাল মত পরিষ্কার না করায় ময়লার দূগন্দ ছড়ায়। হাসপাতালে যারা কাজ করে তাদেরকে বললে তাদের কোন পাত্বা পাওয়া যায় না। হাসপাতালের সমস্যাগুলো কর্তৃপক্ষ দেখেও যেন না দেখার ভান করে আসছে তারা। কর্তৃপক্ষ নজরদারী না করার কারনে দিন দিন হাসপাতালের পরিবেস নষ্ট হচ্ছে । অপর দিকে হাসপাতারের খালি অংশটুকু দেখলে মনে হয় খালি যায়গাটুকু সিএনজি, অটো বাইক , রিস্কা চালকদের জন্য রাখা হয়েছে। অন্যদিকে হাসপাতালে মালিকানা ধীন এম্বুলেন্স গুলো হাসপাতালের সামনে প্রতি নিযত ভীড় জমায় যার কারনে অনেক রুগিকে পড়তে হয বপিাকে। হাসপাতারের ঢাকাগামী রুগীদের এম্বুলেন্স চালকদের কারনে বাড়তি ঝামেলা পহাতে হচ্ছে। অনেক সময় রুগীদের দিতে হয় বাড়তি টাকা, সদর হাসপাতালে এম্বুলেন্স চালকদের প্রতি লক্ষ করলে দেখা যায় তারা পুরো হাসপাতাল জুড়ে রুগীদের জন্য দাড়িয়ে থকে। প্রায়ই চারকদের সাথে রুগীদের তর্কাতর্কী করতে দেখা যায়। যানা যায় হাসপাতাল কর্তৃপক্ষ কে অনেক বাড় বলা সত্বেও কর্তৃপক্ষ কোন প্রদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে হাসপাতালে দালাদের আনাগোনা প্রতি নিয়ত বাড়ছেই,এক দল রিস্কা চালক রুগিদের হাসপাতাল থেকে ভুল ভাল বুঝিয়ে প্রাইভেট ডাক্তারদের কাছে নিয়ে যায়। আবার কিছু চক্র ঘুরে বেড়ায় ডায়াগনষ্টীক কীনিকে নিযে যাওয়ার জন্য, এ যেন জর্যরীত সমস্যা বেড়েই চলছে , বর্তমানে হাসপাতালের এই জর্যরিত সমস্যা গুলো অতি দ্রুতভাবে পদক্ষেপ না নিলে পরে তা কাল শাপ হয়ে দাড়াবে । অনেক রুগীরা অভিযোগ করে হাসপাতালে তাদেরকে ঠিকমত খাবাড় দেওয়া নাকি হয়না, সদর হাসপাতালটিতে চাঁপুর আট উপজেলার লোক প্রতিদিন একেনে এসে বিড় জমায়। এলক্ষে দূর দূরান্ত থেকে আসা রুগীদের উন্নত চিকিসৎা দেওয়াই হল হাসপাতালের দায়িত্ব। হাসপাতালে আসা রুগেিদর প্রত্যাসা চাঁদপুর সদর হাসপাতালটি জেন অন্যান্য জেলার থেকে ভাল চিকিসৎা দিতে পারে সেদিকে লক্ষ রেখে জর্যরিত সমস্যা গুলো দূর করতে হবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।