প্রতিনিধি
চাঁদপুর শহরের আলোচিত বীর মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারী হত্যাকাণ্ডটি ১মাস অতিবাহিত হয়ে গেলেও কোনো কূলকিনার হয়নি। গত ২০মে রাতে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড পাটওয়ারী বাড়িতে মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নান্নু পাটওয়ারী (৫৫) কে হাত পা বেঁধে চোখ উৎপাটন করে এবং হাত ও পায়ের রগ কেটে নির্মমভাবে খুনিরা হত্যা করে। তবে শহরবাসী ও কোড়ালিয়া রোড এলাকাবাসীর ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেননা নান্নু পাটোয়ারী বহিরাগত ব্যক্তিদের সাথে কোনো মনোমালিন্য ছিলোনা। মনোমালিন্য ছিলো তার পরিবারের মধ্যে। মৃত্যুর এক সপ্তাহ পূর্বে নান্নু পাটওয়ারীর বেশ কিছু সম্পত্তি ১৬ লাখ টাকায় বিক্রি করে। ওই টাকা নাকি নিজের ঘরে রেখেছিলো। এ জন্য পরিবারের লোকজন ভাড়াটে খুনি এনে নান্নু পাটওয়ারীকে হত্যা করেছে বলে কানাঘুষা এখনো চলছে। নান্নু পাটওয়ারী হত্যার পূর্বে তার প্রবাসী ভাই রফিক পাটওয়ারী বাংলাদেশে আসেন। রফিক পাটওয়ারীর সাথে নান্নু পাটওয়ারীর সম্পত্তিগত দ্বন্দ্ব ও মামলা চলছিলো।
মামলার তদন্তকারি কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানান, মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারী হত্যার ক্লু পাওয়া গেছে। আমরা মামলার স্বার্থে অনেক কিছু গোপন রেখেছি। আসামী সম্পর্কেও নিশ্চিত হওয়া গেছে। তবে এখন শুধু আটক করার জন্য অপেক্ষায় রয়েছি। একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানাযায়, নান্নু পাটওয়ারীর প্রকৃত হত্যাকারী তারই আপন ছোট ভাই রফিক পাটওয়ারী বলে পুলিশ নিশ্চিত হয়েছেন। নান্নু পাটওয়ারীর হত্যা মামলাটি বর্তমানে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তদন্ত করে দেখছেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ রফিক পাটওয়ারীর গতিবিধি সম্পর্কে খোঁজ খবরও নিচ্ছেন। ইতিমধ্যে চাঁদপুরের পুলিশ বিভাগ রফিক পাটওয়ারীকে আটক করতে সাভার, দিনাজপুর, পঞ্চগড়সহ বিভিন্ন জেলাতে অভিযান চালিয়েছিলো। তাতে পুলিশ ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। নান্নু পাটওয়ারীর খুনি তার প্রবাসী ছোট ভাই রফিক পাটওয়ারী বর্তমানে ছদ্ম নাম ধারণ করে দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করছে।
মুক্তিযোদ্ধা নান্নু পাটওয়ারী হত্যার সময় তার কাছে থাকা সম্পত্তি বিক্রির ১৬ লাখ টাকা খুনিরা নিয়ে যায়। ঐ টাকার মধ্য থেকে রফিক পাটওয়ারীর একটি ব্যাংক একাউণ্টে ১০/১২ লাখ টাকা জমা পরেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। রফিক পাটওয়ারী যেখানে একাউন্ট খুলেছে, সেখানে তার ছদ্ম নাম ব্যবহার করা হয়েছে। এখন সবাই বলাবলি করছে, সামান্য সম্পত্তিগত বিরোধের কারণে আপন মুক্তিযোদ্ধা বড় ভাই নান্নু পাটওয়ারীকে তার ছোট ভাই রফিক পাটওয়ারী ভাড়াটে খুনি এনে অমানসিক নির্যাতন চালিয়ে এভাবে খুন করতে পারল ?
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।