ফাহিম শাহরিন কৌশিক:-
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে ভ্রমামান আদালত অভিযান চালিয়ে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২০জন ধুমপায়ীকে বিভিন্ন অর্থদন্ড আদায় করেন। আজ বৃহস্পতিবার সকলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেজ আবদুল্লাহ সাদীদ অভিযান পরিচালনা করে। জানায়ায়, প্রকাশ্যে হাসপাতালের সামনে ও ভিতরে ধুমপায়ীরা ধুমপান করার অপরাধে তাদেরকে ২০জনকে আটক করে বিভিন্নভাবে অর্থদন্ড করেন। ২০জনের কাছ থেকে ২৯৫০টাকা আদায় করা হয়েছে। এছাড়া হাসপাতালের সামনে যেসকল দালালচক্র রয়েছে তাদের মধ্যে ১মহিলা দালালকে গ্রেফতার করে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়। ধুমপায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যামান আদালতের অভিযান অব্যাহত থাকবে।