নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার এক বাসায় নারী ও শিশুসহ পাঁচজনের গলা কাটা লাশ পাওয়া গেছে। আজ শনিবার রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশগুলো উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, ওই পাঁচজনের একের সঙ্গে অপরের সম্পর্ক এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো বাড়ি ঘিরে রেখে উদ্ধারপ্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।
বাবুরাইল এলাকার ওই বাসাটির আশপাশে এলাকার কয়েক শ উৎসুক মানুষ ভিড় করেছে।