প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গতকাল ৫ ফেব্র“য়ারি সকাল আনুমানিক পৌনে ১১টায় জনৈক পথচারী নারায়ণপুর খালের মধ্যে অজ্ঞাতনামা লাশটি ভাঁসতে দেখে। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করা হয়। মতলব দক্ষিণ থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এসআই জহির জানায়, উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২০ বছর হবে। তবে তার কপালে দু’টি কোপের দাগ, গলা কাটা রয়েছে। তার পড়নে রয়েছে কালে জ্যাকেট, কালো জিন্স প্যান্ট, কালো ফুলহাতা শার্ট, পায়ে ক্যাডস (বাটা বিডি সু) পড়া ছিল। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন পূর্বে যুবককে হত্যা করে পানিতে ফেলে রেখেছে। থানা পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে। যুবকের লাশ পোস্টমর্টেম শেষে আঞ্জুমানে মফিদুল ইসলাম হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।