মতলব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার থেকে অশ্লীল সিডিসহ গৌর নিতাই দাস (৩৫) নামে এক সিডি ব্যবসায়ীকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে নারায়ণপুর বাজারের সৌরভ ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অশ্লীল সিডি উদ্ধার করা হয়। এছাড়া একটি কম্পিউটার জব্দ করা হয়। অশ্লীল সিডি রাখার দায়ে আটক সৌরভ ইলেক্ট্রনিক্সের মালিক গৌর নিতাই দাসের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা করা হয়। সে নারায়ণপুর গ্রামের সম্ভু দাসের ছেলে।
ওসি মোঃ কবির হোসেন জানান, তার দোকানে যে সকল অশ্লীল সিডি পাওয়া গেছে ঐ সকল সিডি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ স্কুল-কলেজের ছেলেমেয়েদের মোবাইলে লোড করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এতে করে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পথেঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।