রফিকুল ইসলাম বাবু॥
নারায়নগঞ্জ মেঘনা ব্রীজ থেকে ট্রাক ভর্তি ৩শ’ ২০ বস্তা থেকে ৪০ বস্তা চিনি ২১ এপ্রিল সকালে চাঁদপুর শহরের পালবাজার থেকে মডেল থানা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ছিনতাই হওয়া ফ্রেশ চিনির বস্তা চাঁদপুরের পালবাজারের বেবসায়ী কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে দোকানের মালিক কে ছেড়ে দিয়ে ছিনতাইকৃত চিনি ক্রয় করা বেবসায়ীকে নিয়ে অন্য বস্তাগুলো উদ্ধারে পুরানবাজারে অভিযান করা হয় এবং অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানায়। গত ১১ এপ্রিল নারায়নগঞ্জ মেঘনা ব্রীজ থেকে ট্রাক ভর্তি ৩শ’ ২০ বস্তা ফ্রেশ চিনি ছিনতাই হওয়ায় ১৩ এপ্রিল সুমন ট্রান্সপোর্ট সোনারগাঁও থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে। যার নং-৩৮। ছিনতাই হওয়া চিনির আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। দিনাজপুরের ব্যবসায়ী রাজকুমার সাহা জানায়, মেঘনা ব্রীজ থেকে দিনাজপুর যাওয়ার পথে ছিনতাই চক্রের সদস্যরা ট্রাকসহ চিনিগুলো নিয়ে যায়। পরে সোনারগাঁও থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়। ছিনতাই চক্রের কয়েকজনকে আটক করা হয়েছে। পালবাজারের সালামত ষ্টোরের সোহেল জানায়, আমি চিনিগুলো পুরান বাজার এলাকার ফয়সালের থেকে ক্রয় করেছি। মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) তানভির আহমেদ জানায়, চিনির বস্তা গুলো বিভিন্ন স্থানে ছিনতাই চক্রের সদস্যরা বিক্রয় করেছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। আটককৃতদের তথ্যের ভিক্তিতে চিনির বস্তা গুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে।